২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:১২

অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে অবরোধ

নিজস্ব প্রতিবেদক:

অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সকালে হয়ে যাওয়া পরীক্ষা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন পরীক্ষার্থীরা।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন তারা।মানববন্ধন শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ঘেরাও করেন।

সোমবার আন্দোলনকারীরা এসব কর্মসূচি পালন করেন। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন তারা।এ ছাড়া দুপুরে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সামনে অবস্থান নেন।

গত শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অগ্রণী ব্যাংকের পরীক্ষা হয়। কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে বিকেল ভাগের পরীক্ষা স্থগিত করা হয়। কিন্তু কর্তৃপক্ষের বক্তব্য, সকালের পরীক্ষা হয়ে যাওয়ায় সেটা বাতিল করা হবে না।

সকালের ভাগের পরীক্ষা বাতিলের দাবিতে আজ বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে পরীক্ষার্থীরা অবস্থান নেন। সেখান থেকে তাঁরা ব্যবসায় শিক্ষা অনুষদে গিয়ে ব্যাংকিং বিভাগের সামনে আধা ঘণ্টা অবস্থান করেন। দরপত্রের মাধ্যমে এই বিভাগ থেকে অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা নেওয়া হয়।

পরে দুপুর ১২টার দিকে শাহবাগে গিয়ে ১৫-২০ মিনিটের জন্য মূল সড়ক অবরোধ করেন।এরপর আন্দোলকারী শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন।

আন্দোলনকারী কয়েক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজকের ঘেরাও কর্মসূচি থেকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম আসতে পারে। এ সময়ের মধ্যে সকালের পরীক্ষা বাতিল করা না হলে অনির্দিষ্টকাল ধর্মঘটের মতো কঠোর কর্মসূচিও আসতে পারে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২২, ২০১৭ ৯:১০ অপরাহ্ণ