১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০২

প্রধানশিক্ষক নিয়োগে অনিয়ম: জেলা প্রশাসকসহ ১৮জনের বিরুদ্ধে মামলা

 টাঙ্গাইল প্রতিবেদক:
উপজেলার আদাবাড়ি গহের আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ডিও), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ম্যানেজিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ১৮জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে বৃহস্পতিবার জেলা জজ কোর্টে এই মামলা করেছেন। শুক্রবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মো. জাকির হোসেন মোল্লা বলেন, বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও মামলাজনিত কারণে প্রধান শিক্ষক নিয়োগ স্থগিত করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শামসুল আলম বলেন, নিয়মের মাধ্যমেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। এছাড়া প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তাদের পরামর্শক্রমেই সকল কার্যক্রম করা হয়েছিল। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করার জন্য একটি পক্ষ অন্যায়ভাবে মামলা করায় নিয়োগ স্থগিত হয়ে গেছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ১৯, ২০১৮ ৭:২৭ অপরাহ্ণ