১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৬

কুষ্টিয়ায় ১৪শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়া প্রতিবেদক:

কুষ্টিয়ার মিরপুরে অভিযানে ১৪শ’ পিস ইয়াবাসহ মাসুদ ফকির (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। আজ শুক্রবার সকালে তাকে আটক করে। মাসুদ ফকির উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আহসান উল্লাহ ফকিরের ছেলে।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে ওই দল একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ১৯, ২০১৮ ৪:৫০ অপরাহ্ণ