১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৮

রাজশাহীর পুঠিয়ায় ১৬ ভারতীয় মহিষ জব্দ

নিজস্ব প্রতিবেদক:

শুল্ক ফাঁকির অভিযোগে রাজশাহীর পুঠিয়ায় ভারত থেকে আনা ১৬টি মহিষ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবি সদস্যরা পুঠিয়ার বেলপুকুর চেকপোস্ট পাড়ি দেয়ার সময় ট্রাকসহ মহিষগুলো জব্দ করে।

শুক্রবার সকালে বিজিবির বেলপুকুর চেকপোস্টে কর্মরত হাবিলদার কামরুজ্জামান জানান, তারা চেকপোস্টে ১৬টি ভারতীয় মহিষ বহনকৃত ট্রাক থামিয়ে তল্লাশি চালান। এসময় মহিষগুলোর করিডোর স্লিপ দেখতে চায় বিজিবি। কিন্তু বহনকারীরা গত ১৩ জানুয়ারির করিডোরের স্লিপ দেখান। যেটি আগেই একবার ব্যবহার করা হয়েছে।

তিনি আরো বলেন, রাজস্ব ফাঁকি দিতেই বহনকারীরা এ কাজ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ১৬ লাখ টাকা মূল্যের মহিষগুলো জব্দ করে রাতেই রাজশাহী শুল্ক কার্যালয়ে নেয়া হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৯, ২০১৮ ৩:৩৭ অপরাহ্ণ