২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৮

টস জিতে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে ব্যাটিংয়ের

স্পোর্টস ডেস্ক:

চলতি ত্রিদেশীয় সিরিজের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ধরা হচ্ছে শুক্রবারের বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলাটিকে। আর তা হবেই না কেন, দেশের মাটিতে টাইগারদের দারুণ পারফরম্যান্স। তাছাড়া দলটির সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার দায়িত্ব পালন করছেন। বাজে একটি বছর কাটিয়ে আবার তারা ভাল করার চেষ্টা করছে। সিরিজের প্রথম ম্যাচ তারা হেরেছে জিম্বাবুয়ের কাছে। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি হারলে লঙ্কানদের ফাইনাল খেলার স্বপ্নটা ধাক্কা খাবে। এমন ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হবে ম্যাচটি।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৪১টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে মাত্র ৫টিতে। তবে সাম্প্রতিক সময় বেশ কিছু সাফল্য আছে বাংলাদেশের। গতবছর লঙ্কানদের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ ড্র করে এসেছে টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজে এটা লঙ্কানদের ফিরে আসার ম্যাচ। তবে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে পাচ্ছে না তারা। গত ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পরায় এই ম্যাচের একাদশে নেই তিনি। ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন দিনেশ চান্দিমাল। এছাড়া পেসার দুশমন্ত চামিরা বাদ পড়েছেন। দলে এসেছেন ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা ও পেসার নুয়ান প্রদিপ।

বাংলাদেশ দলেও এসেছে একটি পরিবর্তন। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের জায়গায় এসেছেন পেস-অল রাউন্ডার সাইফউদ্দিন।

একাদশ-

বাংলাদেশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও সাইফউদ্দিন।

শ্রীলঙ্কা : দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা, আসেলা গুনারত্নে, আকিলা ধনাঞ্জয়া, সুরঙ্গা লাকমাল, নুয়ান প্রদিপ, থিসারা পেরেরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৯, ২০১৮ ১১:৫৬ পূর্বাহ্ণ