১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৫

২৪২ জনকে নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বিভিন্ন পদে মোট ২৪২ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী আগ্রহী প্রার্থীদের dnc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হিসাবরক্ষক ১২ জন, সহকারী প্রসিকিউটর ২ জন, উপ-পরিদর্শক ৯ জন, গবেষণা তথ্য সংগ্রহকারী ১ জন, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর ৪ জন, গাড়িচালক ৪৬ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৮ জন, টেলিফোন অপারেটর ৩ জন, সিপাহি ১০১ জন ও ওয়্যারলেস অপারেটর ৩০ জন, নিরাপত্তা প্রহরী ৪ জন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারীকে ১ ডিসেম্বর ২০১৭ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৮ ৬:৫৫ অপরাহ্ণ