স্পোর্টস ডেস্ক:
ইনজুরির সঙ্গে তার বড্ড বেশি সখ্যাতা। এই মাঠে ফেরেন তো আবার চোটে পড়ে ছিটকে যান বাইরে। ভারত সফর শেষ করে বাংলাদেশের আসার আগেও ইনজুরি তার সফরকে চোখ রাঙিয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে এসেছেন এবং সেটিও চন্ডিকা হাথুরুসিংহের দলের অধিনায়ক হিসেবে। জিম্বাবুয়ের বিপক্ষে বুধবার ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচটা খেলেছে শ্রীলঙ্কা। হেরে যাওয়া ম্যাচের সঙ্গে এসেছে দুঃসংবাদ। আবারো চোটে পড়েছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। যা বাংলাদেশের বিপক্ষে শুক্রবারের ম্যাচে অনিশ্চিত করে দিয়েছে তাকে।
বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানে হেরেছে শ্রীলঙ্কা। ম্যাচটিতে ব্যাট হাতে ৪২ রান করেন করেছেন অভিজ্ঞ ম্যাথুজ। এমনিতে টেস্টে ইনজুরি এড়াতে অনেকদিন ধরেই বল করেন না এই অল রাউন্ডার। তাকে বল হাতে দেখা যায়নি জিম্বাবুয়ের বিপক্ষেও। তবে চোটের সঙ্গে যার এতো প্রেম, সেই ম্যাথুজকে ছেড়ে ‘চোট’ দূরে থাকে কি করে! কি দুর্ভাগ্য বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা অল রাউন্ডার হওয়ার সব সম্ভাবনা যার মধ্যে ছিল সেই ৩০ বছরের ম্যাথুজের।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ব্যাটিং কোচ থিলান সামারাবিরা বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিলেন সংবাদ মাধ্যমের। এসময় তিনিই জানিয়ে গেলেন ম্যাথুজের ব্যপারে এখনই কিছু বলতে পারছেন না। সামারাবিরা জানান, ‘এই মুহূর্তে সে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। এর পর আমরা সিদ্ধান্ত নেব যে আসলে সে আগামীকাল খেলতে পারবে কি পারবে না। আমার মনে হচ্ছে যে ওর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। তবে এখনো ঠিক বোঝা যাচ্ছে না চোটটা হ্যামস্ট্রিংয়ের নাকি পেশির টানের। আমরা বিশেষজ্ঞর ভাষ্যের অপেক্ষায় রয়েছি।’
বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিয়ে দলটার বাজে অবস্থা কাটানোর জন্য নানা পদক্ষেপ নিয়ে চেলেছেন লঙ্কান সাবেক ব্যাটসম্যান হাথুরুসিংহে। তার ‘মিশন বদলে যাওয়া’তে ম্যাথুজকে মনে হয়েছে সবচেয়ে যোগ্য অধিনায়ক। তাই অনুরোধ করেই রঙিন পোশাকে ম্যাথুজকে নেতৃত্বে ফিরিয়েছেন তিনি। যিনি গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর সরে দাঁড়িয়েছিলেন নেতৃত্ব থেকে। কিন্তু নতুন মিশনের শুরুতেই ইনজুরি আবার থাবা বসিয়ে দিতে চাইছে চোটপ্রবণ ম্যাথুজের শরীরে।
দৈনিকদেশজনতা/ আই সি