১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

প্রধান বিচারপতির পদ শূন্য নিয়ে করা রিটের শুনানি রোববার

নিজস্ব প্রতিবেদক:

প্রধান বিচারপতির পদ শূন্য থাকা অসাংবিধানিক ঘোষণা চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত। রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, বিচারপতি জিনাত আরার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। তিনি জানান, এর আগে এই রিট শুনানির জন্য চারটি বেঞ্চে গিয়েছিলাম। বেঞ্চগুলো ফিরিয়ে দিয়েছিল। আজ এই বেঞ্চ আবেদনটি গ্রহণ করে শুনানির দিন ধার্য করেছে।

ইউনুছ আলী আকন্দ বলেন, প্রধান বিচারপতির পদ শূন্য থাকা এবং নিয়োগ না দেওয়া কেন অসাংবিধনিক ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল চেয়েছি রিট আবেদনে। তাছাড়া সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী আইনজীবী থেকে প্রধান বিচারপতিসহ বিচারপতি নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না- তাও জানতে চেয়ে রুল চাওয়া হয়েছে আবেদনে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৮ ৪:৩০ অপরাহ্ণ