নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন ও সিনেটে ছাত্র প্রতিনিধির দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধির কথা বলা হলেও ২৭ বছর ধরে এর বাস্তবায়ন নেই। শিক্ষার্থী প্রতিনিধি ছাড়া সিনেট নির্বাচন অবৈধ মনে বলে করছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে একত্রিত হয়ে সবাইকে এই আন্দোলনে তাদের সঙ্গে শরিক হওয়ার জন্য আহ্বান জানান। পরে তারা সিনেট ভবনের দিকে যায়।
এক পর্যায়ে শিক্ষকরা আন্দোলনকারীদের উপর চড়াও হলে সেখানে একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। ছাত্রফন্টের কর্মীরা শিক্ষদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সেখানে আন্দোলন করছিলাম। ওইসময় ঢাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রহমত উল্লাহ ও সহকারী প্রক্টর রবিউল ইসলামের নেতৃত্বে ১৫ থেকে ২০জন শিক্ষক আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। এমনকি সেই সময় তারা আমাদের গায়ে পর্যন্ত হাত তুলেন।
রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্ট খোলার মাধ্যমে মানববন্ধনের ডাক দেয় সাধারণ শিক্ষার্থীরা। পরে মানববন্ধন শুরু হলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেয়। মানববন্ধনে তারা মুখে কালো কাপড়, কালো ব্যাজ ধারণ করেন।
দৈনিক দেশজনতা/এন আর