১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

নারায়ণগঞ্জের ঘটনা দলে প্রভাব ফেলবে না : কাদের

নিজস্ব প্রতিবেদক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জের ঘটনা দলে কোনো প্রভাব ফেলবে না। কারণ এ সরকারের আমলে অপরাধ করে কেউ পার পাবে না। বিশেষ করে আমাদের সরকার অন্যায়ের বিষয়ে অপোসহীন। বর্তমানে আমাদের দু’জন মন্ত্রী আদালতে হাজিরা দিচ্ছেন। একজন এমপি দোষী প্রমাণিত হয়েছেন। সরকারের সুনাম নষ্ট করার জন্য বিএনপির কিছু নেতা মিডিয়ায় সরকারবিরোধী কথা বলে আলোচিত হওয়ার চেষ্টা করছেন।

বৃহস্পতিবার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়ক পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বর্তমানে বিএনপি নেতারা মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছেন। সরকারবিরোধী কথা কে কত বলতে পারেন এ নিয়ে প্রতিযোগিতা করছেন এবং বিএনপি নেত্রীর কৃপা অর্জন করার চেষ্টা করছেন। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলে নিজের অবস্থান ঠিক রাখার জন্য চটকদার কথা বলেন।

এসময় সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাব উদ্দিন খান, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হায়দার, হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়ক ফোর লেন কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে এর কাজ শুরু হবে। ৫৯ কিলোমিটার দৈর্ঘ্যে এ ফোর লেন সড়কের নির্মাণ কাজে ব্যয় হবে ২ হাজার ১৭০ কোটি ৭৮ লাখ টাকা। উল্লেখ্য, সম্প্রতি নারায়ণগঞ্জ শহরে হকার বসানো নিয়ে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও এমপি শামীম ওসমান সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মেয়র আইভীসহ শতাধিক আহত হন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৮ ৩:০৯ অপরাহ্ণ