১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৫

টাঙ্গাইলে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের কালিহাতীতে ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার সিংহটিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কালিহাতী উপজেলার কস্তুরীপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে বিপ্লব মিয়া (১৯) ও একই উপজেলার নোয়াবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে শফিকুল ইসলাম (৩০)।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংহটিয়া এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৮ ৩:০৩ অপরাহ্ণ