আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও ৪৮ জন। বুধবার স্থানীয় সময় বিকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মুনা গ্যারেজ এলাকার একটি বাজারে দুই আত্মঘাতী হামলাটি চালায়। জঙ্গিগোষ্ঠী বোকো হারাম হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবরে বলা হয়, হামলার পর পোড়া রক্তের গন্ধ ছড়িয়ে পড়েছে এবং বাজারটিতে আগুন জ্বলছে। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কট্টর ইসলামি শরিয়াভিত্তিক শাসন কায়েমের লক্ষ্যে ২০০৯ সাল থেকে লড়াই শুরু করে বোকো হারাম। বোর্নো রাজ্যেই সবচেয়ে বেশি তৎপরতা চালিয়েছে তারা।
দৈনিকদেশজনতা/ আই সি