১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

মেষের চাকরি লাভের যোগ, সম্পর্কের অবনতি মীনে

মেষ রাশি : (২১ মার্চ – ২০ এপ্রিল) সরকারি চাকরিতে আয় উন্নতি বৃদ্ধি পাবে। বেকারদের চাকরি লাভের যোগ বলবান। রাজনৈতিক নেতাকর্মীদের দিনটি ভুল বোঝাবুঝির। রাজনৈতিক কাজে কোনো বড় নেতার সাথে ঝামেলা হতে পারে। বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি আশা করা যায়। কোনো তদবির সংক্রান্ত কাজে রহস্যজনক বাধা বিপত্তি।

বৃষ রাশি : (২১ এপ্রিল – ২১ মে) আপনার ভাগ্য উন্নতির সুযোগ পাবেন। বিদ্যার্থীরা পড়াশোনায় আশানুরুপ অগ্রগতি করতে পারেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। আধ্যাত্মীক কাজে অংশ নিতে পারেন। যোগ ব্যায়াম ও মেডিটেশনে মানসিক প্রশান্তি ফিরে পাবেন। শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে।

মিথুন রাশি : (২২ মে – ২১ জুন) জীবন সাথীর সাথে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে। ব্যবসায়ীরা সাকালের দিকে কিছু ব্যবসায়ীক লোকসানের শিকার হতে চলেছেন। সময় কিছুটা বৈরি হয়ে উঠতে পারে। আজ ব্যবসায়ীক ঋণ নিতে হবে। পাওনাদারের সাথে তর্ক করা ঠিক হবে না। কোনো শুভাকাঙ্খীর অসুস্থতার সংবাদ পেতে পারেন। ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে সাফল্য আসতে পারে।

কর্কট রাশি : (২২ জুন – ২২ জুলাই) ব্যবসায়ীদের আয় বৃদ্ধি পাবে, তবে দুশ্চিন্তা অব্যাহত থাকবে। অংশিদারি ব্যবসায় কোন ভুল বোঝাবুঝির সম্মূখীন হতে হবে। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে রহস্যজনক বাধা দেখা দেবে।

সিংহ রাশি : (২৩ জুলাই – ২৩ আগস্ট) কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো প্রকার ঝামেলা হতে পারে। শরীর ভালো যাবে না। কোনো কারনে আপনার রাগ ও জেদ আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। কারো সমালোচনা করার ক্ষেত্রে সতর্ক থাকুন। প্রেমিক প্রেমিকাদের আলাপচারিতায় সতর্ক হতে হবে। অবাঞ্চিত কথার কারণে সম্পর্কের অবনতি হতে চলেছে।

কন্যা রাশি : (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। শিল্পী ও কলাকুশলিদের দিনটি ভালো যাবে। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি আশানুরুপ ভালো যাবে না। প্রেমিকার সাথে কোনো কারণে উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে। প্রেমে ভুল বোঝাবুঝি আসন্ন।

তুলা রাশি : (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) ভালো কোনো সংবাদ পেতে পারেন। যানবাহন নিয়ে কোনো ঝামেলায় পড়তে পারেন। গৃহস্থালী কাজে মায়ের সাথে কোনো বিবাদ হতে পারে। কোনো আত্মীয়র সাথে ভুল বোঝাবুঝির কারণে গৃহে অশান্তি হতে পারে। মায়ের স্থাবর সম্পত্তি নিয়ে মামাদের সাথে বিবাদের আশঙ্কা রয়েছে।

বৃশ্চিক রাশি : (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) কিছু বকেয়া টাকা আদায় হতে পারে। আজ প্রতিবেশীর সাথে ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল। স্বর্ণালঙ্কার ও বস্ত্র ব্যবসায়ীদের দিনটি লাভদায়ক হবে। সাংবাদিক ও মুদ্রণ ব্যবসায়ীদের কাজে ঝামেলা দেখা দিতে পারে। বেকাররা নতুন কোন কারখানায় যোগদান করতে পারেন।

ধনু রাশি : (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) খুচরা ও পাইকারী বাণিজ্যে ভালো লাভ হবে। হোটেল রেস্টুরেন্ট ও পানিয়র ব্যবসায় আশানুরুপ আয় হবে না। বাড়িতে শ্যালক শ্যালিকার আগমন হতে পারে। আজ বিকাশ এজেন্ট ও মানি এক্সেঞ্জ ব্যবসায়ীরা লাভের আশা করতে পারেন।

মকর রাশি : (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) অসুস্থদের আরোগ্য লাভের যোগ বলবান। বিকেলের দিকে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। জীবন সাথীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। সরকারি চাকরিজীবীদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। কোনো সাঙ্গঠনিক কাজে অংশ নেবার সম্ভাবনা প্রবল।

কুম্ভ রাশি : (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। প্রবাসীদের দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। কোনো শুল্ক সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন। মামলা মোকর্দ্দমায় জড়িয়ে যেতে পারেন।

মীন রাশি : (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) আয় উন্নতি বৃদ্ধি পাবে। বন্ধুর সাহায্য পেতে পারেন। চাকরিজীবীদের আয় উন্নতি বৃদ্ধির যোগ। কোনো বকেয়া বিল আদায় হতে পারে। ঠিকাদারি ব্যবসায় বকেয়া টাকা আদায় করতে পারবেন। ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। নতুন কাজের অর্ডার পেতে পারেন। বড় ভাই-বোনের সাথে সম্পর্কের অবনতি হতে পারে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৮ ১:৪৬ অপরাহ্ণ