১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২২

রাজধানীতে ৬ লাখ টাকাসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে ৬ লাখ টাকাসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিনগত রাতে রাজধানীর বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মোট ৬ লাখ টাকা জব্দ করা হয়েছে।

 এ বিষয়ে আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় ডিবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সস্প্রতি রাজধানীর বিমানবন্দর এলাকায় ৪০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার পর পুলিশ অভিযানে নামে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৮ ১১:৪৪ পূর্বাহ্ণ