১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আগামীকাল

ধর্ম ডেস্ক :

টঙ্গীর তুরাগ তীরে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ জানুযারি) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। রাজধানী ঢাকাসহ ১৬টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসা শুরু করেছেন।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ইজতেমার প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর স্বেচ্ছাসেবক মুসল্লিরা ইজতেমা মাঠের চটের প্যান্ডেল মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে ইজতেমায় আগত মুসল্লিদের খিত্তাওয়ারি অবস্থান নিতে অনুরোধ করা হয়েছে।

আগামী ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শেষ হবে এবারের ৫৩তম বিশ্ব ইজতেমা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৮ ১১:৩০ পূর্বাহ্ণ