২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

বাংলাদেশি বংশোদ্ভূত পরিচালকের সিনেমায় হ্যারি-মেগান

বিনোদন ডেস্ক:

ব্রিটিশ রাজ পরিবারের উত্তরাধিকারী প্রিন্স হ্যারি ও অভিনেত্রী মেগান মার্কেলের বিয়ে হবে। তাদের নিয়ে সারা পৃথিবীর মিডিয়া জগতের মাতামাতির শেষ নেই। তবে এবারের খবরটা ভিন্ন। এই রাজপুত্র ও অভিনেত্রীকে নিয়ে তৈরি হবে একটি টিভি মুভি। ছবির নাম ‘হ্যারি অ্যান্ড মেগান: দ্য রয়্যাল লাভ স্টোরি’। ছবিটি বানাতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মেনহাজ হুদা। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থান করছেন।
বিখ্যাত প্রতিষ্ঠান লাইফটাইম ফিল্ম নতুন এই চলচ্চিত্র তৈরির ঘোষণা দিয়েছে।
প্রিন্স হ্যারি ও মেগানের প্রেমে জড়ানো বিষয়টি থাকবে এই সিনেমায়। পাশাপাশি তালাকপ্রাপ্ত আমেরিকান অভিনেত্রী হিসেবে মেগানের জীবনও উঠে আসবে এতে। বিষয়টি জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড সংবাদমাধ্যম। নতুন চলচ্চিত্রটির প্রচার স্বত্ব নিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক জনপ্রিয় চ্যানেল নেটওয়ার্ক টেন।
প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ে হবে আগামী ১৯ মে। ছবির নাম চূড়ান্ত না হলেও এ ছবিটির প্রিমিয়ারও এই মাসেই হবে।
এর আগে প্রিন্স হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেটের বিয়ে উপলক্ষে এমন একটি চলচ্চিত্র তৈরি করা হয়েছিল। ২০১১ সালের এপ্রিলে তাদের বিয়ের কয়েকদিন আগে সেটি মুক্তি দেওয়া হয়।
পরিচালক হিসেবে মেনহাজ হুদাকে বাছাইয়ের কারণ হিসেবে মার্কিন চ্যানেলটি জানায়, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এই পরিচালকের কাজের বেশ খ্যাতি রয়েছে। এর আগে তাঁর নির্দেশিত জাম্প বয়, ইজ হ্যারি অন দ্য বোট?, মারফি’স ল, মার্ডার ইন মাইন্ড ছবিগুলো আলোচনায় এসেছিল।
সম্প্রতি তাঁর পরিচালনায় নির্মিত দ্য রয়্যালস টিভি সিরিজের একটি পর্বও বেশ প্রশংসিত হয়। তা ছাড়া ২০০৬ সালে নির্মিত কিডাল্টহুড ছবির জন্য এই নির্মাতা ব্রিটেনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার আসর বাফটা থেকেও স্বীকৃতি পান। তাঁর জন্ম ১৯৬৭ সালে। বাংলাদেশের ঢাকার বাসিন্দা ছিল মেনহাজের পরিবার। সামার করিমের ছোট ছেলে মেনহাজ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৮ ১০:২২ পূর্বাহ্ণ