কিশোরগঞ্জ প্রতিবেদক:
কিশোরগঞ্জ জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় সরকারের পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জ্যেষ্ঠ সহকারী সচিব পদ মর্যাদার কর্মকর্তা সেতাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
মো. সেতাফুল ইসলামকে বুধবার সন্ধ্যায় পিরোজপুর সার্কিট হাউজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
সেতাফুল বর্তমানে পিরোজপুর জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কর্মরত। “তাকে পিরোজপুর সদর থানা হাজতে রাখা হয়েছে,” বলেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য।
বুধবারই কিশোরগঞ্জ সদর থানায় দুদকের সহকারী পরিচালক রামপ্রসাদ মণ্ডল বাদী হয়ে অর্থ আত্মসাতের মামলাটি করে। এরপর তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়।
দৈনিক দেশজনতা /এন আর