২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:০৭

২০০৯ সাল থেকে রেলে ১০,৩৯১ জন নিয়োগ : মুজিবুল হক

নিজস্ব প্রতিবেদক:

বিগত ২০০৯ সাল থেকে রেলওয়ের বিভিন্ন পদে ১০ হাজার ৩৯১ জনকে নিয়োগ দেয়া হয়েছে। আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য শেখ মো. নুরুল হকের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এতথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে অদ্যাবধি রেলওয়ের প্রথম শ্রেণির পদে ১৫০ জন, দ্বিতীয় শ্রেণির পদে ১২২ জন, তৃতীয় শ্রেণির পদে দুই হাজার ৪৪০ জন এবং চতুর্থ শ্রেণির পদের বিপরীতে সাত হাজার ৬৭৯ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি বলেন, সরকার গঠনের পর ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৭৬ হাজার ৩৩৭ কোটি ১১ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ে ৬৫টি নতুন প্রকল্প গ্রহণ ৪৯ হাজার ৪৬৮ কোটি ২৬ লাখ নয় হাজার টাকা ব্যয়ে ৬০টি সংশোধিত প্রকল্প অনুমোদন করা হয়েছে।

রেলপথ মন্ত্রী বলেন, ২০১৭-১৮ অর্থবছরে রেলওয়েতে ৪০টি বিনিয়োগ প্রকল্প এবং তিনটি কারিগরি সহায়তা প্রকল্প অর্থাৎ মোট ৪৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) রেলওয়ের জন্য থোক বরাদ্দসহ ১৩ হাজার এক কোটি নয় লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে জিওবি পাঁচ হাজার ৩৫৬ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা সাত হাজার ৬৪৫ কোটি নয় লাখ টাকা।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ১৭, ২০১৮ ৭:৫৩ অপরাহ্ণ