নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের পূর্বে বঙ্গোপসাগরে একটি ট্রলার থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তরা।
সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. ফয়সেল বিন রশিদ জানান, মিয়ানমার থেকে সাগর পথে ট্রলারে করে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেন্টমার্টিন থেকে পূর্বদিকে তিন কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে কোস্টগার্ডের একটি টিম অভিযান চালায়।
তিনি জানান, অভিযানের সময় মিয়ানমার থেকে আসা একটি ট্রলারকে থামার সংকেত দেওয়া হলে ট্রলারটি পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে ট্রলারে থাকা লোকজন সাগরে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমার জলসীমার দিকে পালিয়ে যায়।
পরে ট্রলারে তল্লাশি চালিয়ে তিনটি ইয়াবা ভর্তি বস্তা পাওয়া যায় উল্লেখ করে কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, বস্তাগুলোতে মোট ৩ লাখ পিস ইয়াবা পাওয়া যায়, যার দাম প্রায় ৯ কোটি টাকা।
দৈনিক দেশজনতা /এন আর