২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৪০

দ্বিতীয় পর্বের ইজতেমায় দলে দলে আসছেন মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক:

গত রোববার ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। প্রথম পর্বের ইজতেমা সমাপ্তির পর তাবলিগ অনুসারি মুসল্লিরা ইজতেমা ময়দানের তাশকিলের কামরা থেকে চিল্লায় অন্তর্ভুক্ত হয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ চিল্লাস্থানে বের হয়েছেন। আগামী ১৯ জানুয়ারি (শুক্রবার) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হতে যাচ্ছে। আজ বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে যোগ দিচ্ছেন। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের ইজতেমা সফল করতে সরকারি ৭৫টি সংস্থা একযোগে কাজ করবে।

গাজীপুর সিটি করপোরেশনের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান জানান, ইজতেমা ময়দান ও এর আশপাশের সকল বর্জ্য অপসারণ করা হয়েছে। চাহিদা অনুযায়ী গত ৬ জানুয়ারি ইজতেমা আয়োজক কমিটিকে একশ ড্রাম ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে। বর্জ্য অপসারণে ২৫টি গর্বেজ ট্রাক কাজে লাগানো হয়েছে। দ্বিতীয় পর্বেও সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মোহাম্মদ ইলিয়াছ জানান, প্রথম পর্বে তীব্র শীতের কারণে অনেক মুসল্লি ইজতেমায় যোগ দিতে পারেননি। তবে মুসল্লিরা দ্বিতীয় পর্বে যোগ দিতে ইতোমধ্যে ইজতেমা ময়দানের নির্ধারিত খিত্তায় অবস্থান নিতে শুরু করেছেন। প্রথম পর্বে মাওলানা সা’দকে নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। তবে দ্বিতীয় পর্বে এ ধরনের কোনো সমস্যা নেই। যথাসময়ে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের কারণে প্রথম পর্বের ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অন্যথায় চরম বিশৃঙ্খলা দেখা দিত বলেও তিনি জানান।

দ্বিতীয় পর্বে যেসব জেলা : দ্বিতীয় পর্বের ইজতেমায় আগত মুসল্লিরা ২৬টি খিত্তায় অবস্থান করবেন। যেসব জেলার মুসল্লিরা এ পর্বে অংশ নেবেন সেগুলো হলো, ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১৯, ২০, ২১, ২২, ২৩, জামালপুর ১, ২, ফরিদপুর, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, ঝিনাইদহ, ফেনী, কুমিল্লা-১, ২, চুয়াডাঙ্গা, রাজশাহী-১, ২, খুলনা ১, ২, পিরোজপুর ও ঠাকুরগাঁও।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৭, ২০১৮ ৫:০২ অপরাহ্ণ