১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৭

সীমান্তরক্ষীদের জন্য এক লাখ ৬০ হাজার বন্দুক কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

সীমান্তরক্ষী বাহিনীর জন্য ৫৫৩ মিলিয়ন ডলার খরচ করে এক লাখ ৬০ হাজার বন্দুক কিনতে যাচ্ছে ভারত। এর মধ্যে ৭২ হাজার ৪০০ অ্যাসল্ট রাইফেল এবং ৯৩ হাজার ৮৯৫টি ফ্রান্সে তৈরি কারবাইন রাইফেল রয়েছে। মঙ্গলবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিরক্ষা ক্রয় কাউন্সিলের এক বৈঠকে এসব রাইফেল কেনার অনুমোদন দেয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব আগ্নেয়াস্ত্র কেনার মধ্য দিয়ে সীমান্তে সেনা মোতায়েনের জন্য প্রতিরক্ষা বাহিনীগুলোর জরুরি প্রয়োজন মেটানো সম্ভব হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে নয়াদিল্লি বড় ধরনের বিভিন্ন প্রতিরক্ষা ক্রয়চুক্তি করেন আসছে। বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ ভারত পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী চীন ও পাকিস্তানকে মোকাবিলার জন্য তার সোভিয়েত জমানার প্রতিরক্ষা সরঞ্জামের আধুনিকায়নের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। চীনের সঙ্গে ভারত ১৯৬২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য যুদ্ধে লিপ্ত হয়েছিল। গত বছর ভুটানের ডোকলামকে ঘিরে চীন-ভারতের মধ্যে তিন মাসের বেশি সময় ধরে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল। এদিকে হিমালয়কন্যা কাশ্মীর নিয়ে বিরোধকে ঘিরে প্রায় পাঁচ লাখ সেনা মোতায়েন করে রেখেছে ভারত।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৭, ২০১৮ ৩:২৭ অপরাহ্ণ