১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৭

ভারতে ৬০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের পর হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার সোনারপুর থানার চকবেড়িয়া এলাকায় ৬০ বছরের এক বৃদ্ধাকে গণধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। আজ সকালে চকবেড়িয়ার এক বাগানের ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধা মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে চকবেড়িয়ার এক বাগানের ঝোপ থেকে তার বিকৃত লাশ উদ্ধার হয়। এ সময় তার মুখ ইট দিয়ে থেঁতলানো ও মুখে কাপড় বাঁধা ছিল।
স্থানীয়দের দাবি, যে বাগান থেকে দেহ উদ্ধার হয়েছে, সেখানে প্রায় সময়েই অসামাজিক কাজকর্ম চলে। তবে কী কারণে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৭, ২০১৮ ৩:০৬ অপরাহ্ণ