১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

ইয়েমেন যুদ্ধ: দুই বছরে ৫ হাজার শিশু হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেন যুদ্ধে গত দুই বছরে ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ হাজারের বেশি শিশু রয়েছে। শিশুদের মধ্যে ২৫ হাজার জন্মের পর পরই এবং জন্মের ৯ মাসের মাথায় মারা গেছে। মঙ্গলবার ইয়েমেনে জাতিসংঘের টাস্কফোর্সের বরাতে ইউনিসেফ এসব তথ্য জানিয়েছে।

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুথি বিদ্রোহীদের অসম যুদ্ধকে ঘিরে ইয়েমেনে বর্তমানে ভয়াবহ মানবিক বিপর্যয় বিরাজ করছে। সেখানে প্রায় ৮৩ লাখ মানুষকে সম্পূর্ণভাবে খাদ্য সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে। ৪ লাখ শিশু ভুগছে মারাত্মক অপুষ্টিতে। কলেরায় আক্রান্ত হয়েছে অন্তত ১০ লাখ। ইউনিসেফ জানিয়েছে, ইয়েমেনের এক কোটি ১০ লাখ শিশুর মানবিক সহায়তার প্রয়োজন।

উল্লেখ্য, ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদে রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফেরাতে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ২০১৫ সালের মার্চ মাসে যুদ্ধ করে সৌদি জোট।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৭, ২০১৮ ২:২৯ অপরাহ্ণ