আন্তর্জাতিক ডেস্ক:
চলতি বছর থেকে মুসলমানদের হজে যেতে আর টাকা দেবে না ভারত সরকার। মক্কায় হজ পালনে যে টাকা ভর্তুকি দেয়া হতো সেই টাকা এখন সংখ্যালঘুদের শিক্ষা ও কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। মঙ্গলবার ভারতের সংখ্যালঘু বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নখভি এ কথা জানিয়েছেন। তিনি জানান, এই বছর থেকে আর হজ যাত্রীরা সরকারি ভর্তুকি পাবেন না। সংখ্যালঘু তোষণ বন্ধ করে তাদের ক্ষমতায়নের যে কর্মসূচি সরকার নিয়েছে, হজ যাত্রায় ভর্তুকি বন্ধ তারই অংশ। সরকারের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে বলে জানান তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর, ২০১২ সালে হজে ভর্তুকি তুলে দেয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে বাস্তবায়িত করা হলো ২০১৮ সালে। সর্বোচ্চ আদালত জানিয়েছিলেন, ২০২২ সালের মধ্যে ধীরে ধীরে এই ভর্তুকি লোপ করতে হবে। প্রতি বছর প্রায় ৭০০ কোটি টাকা হজ যাত্রীদের ভর্তুকি হিসেবে দিত কেন্দ্রীয় সরকার। তা না করে ওই টাকা সংখ্যালঘুদের শিক্ষা ও কল্যাণমূলক কাজে ব্যয় করার কথা সরকার জানিয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি