২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৭

দায়িত্ব অবহেলায় ৩৭ হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ

ধর্ম ডেস্ক :

গত বছর সৌদি আরবে হজের সময় হাজিদের প্রতি দায়িত্বে চরম অবহেলার কারণে বেসরকারি ৩৭ হজ এজেন্সিকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না তা আগামী সাত কর্মদিবসের মধ্যে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার সহকারি সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এ কারণ দর্শাও নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়েছে, হজ-২০১৭ (১৪৩৮ হিজরি) মৌসুমে বেসরকারি হজ এজেন্সির গাফিলতির কারণে হারাম শরীফ এলাকায় বেশ কয়েক জন হাজি হারিয়ে যান। হজকর্মীদের মাধ্যমে মক্কা হজ অফিসে আশ্রয় নেয়া এসব অসহায় হাজিদের গ্রহণে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে টেলিফোনে বারবার অনুরোধ করা সত্ত্বেও ৩৭টি হজ এজেন্সি তাদের ৪৩ জন হাজি ১৮ ঘণ্টারও বেশি সময় পর গ্রহণ করেছে; যা তাদের পক্ষ থেকে হাজিদের প্রতি দায়িত্বে চরম অবহেলার শামিল। উক্ত কর্মকাণ্ডের জন্য হজ ব্যবস্থাপনা কার্যক্রম দারুণভাবে বিঘ্নিত হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৭, ২০১৮ ১:৩৫ অপরাহ্ণ