নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত। সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সংযুক্ত ওয়ার্ডে কমিশনার পদের ভোটও স্থগিত করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার কথা ছিল।
রাজধানীর ভাটারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পৃথক দুই আবেদনের ওপর শুনানি শেষে বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহম্মেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত ৯ জানুয়ারির ঘোষিত তফসিলকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- সেই মর্মেও রুল জারি করেছে আদালত।
এই রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রকে বিবাদী করা হয়েছে। অন্যটিতে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিবকে বিবাদী করা হয়েছে।
ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচনের জন্য গত ৯ জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন ঠিক করা হয়েছিল।
দৈনিক দেশজনতা /এমএইচ