নিজস্ব প্রতিবেদক:
মার্চ থেকে প্রাথমিক ভাবে নতুন ৯৩ লাখ ভোটারের মাঝে দুই বছর মেয়াদি লেমিনেটেড কার্ড বিতরণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এসব কার্ড সারা দেশে স্থানীয় পর্যায়ে বিতরণ করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার কমিশন বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ইসি সূত্র।
সূত্র জানায়, ২০১২ সালের পর যারা নতুন ভোটার হয়েছেন তাদের ইসি কোনো জাতীয় পরিচয়পত্র দেয়নি। এ কারণে আগের ভোটারের সঙ্গে এ বছরের নতুন ভোটারদের লেমিনেটেড কার্ড দেবে ইসি। এরই মধ্যে ৭৫ শতাংশ কার্ড জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিভিন্ন নাগরিক সুবিধা পেতে এ জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে; কিন্তু স্মার্টকার্ড দেওয়ার প্রকল্প নেওয়ায় বাকি নতুন ভোটারদের কোনো পরিচয়পত্র দেয়া হয়নি। ভর্তি, ব্যাংক হিসাব খুলতে বা পাসপোর্ট করাসহ সরকারি-বেসরকারি নানা সেবা পেতে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। লেমিনেটেড কার্ড পেলে এসব নাগরিক জাতীয় পরিচয়পত্রের সুবিধা পাবেন।
লেমনেটেড কার্ড বিতরণে করতে ৯ কোট ৩০ লাখ টাকা খরচ হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।
নিজস্ব প্রতিবেদক: