২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:০৯

নারায়ণগঞ্জে শামীম ওসমান-আইভী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সড়কে হকার বসানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থক ও পুলিশের মধ্যে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষ হয়। দিনভর উত্তেজনার পর আজ (১৬ জানুয়ারি ২০১৮) বিকেল পৌনে পাঁচটার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে এখনো (বিকেল সোয়া পাঁচটায়) চলছে। এতে মেয়র আইভী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজসহ অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সিটি করপোরেশনের চাষাড়া বঙ্গবন্ধু সড়কে এ সংঘর্ষ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।

নারায়ণগঞ্জ সংবাদদাতা মামুন মিয়া জানিয়েছেন, সড়ক থেকে হকার উচ্ছেদ করাকেকেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য ও মেয়র এর মধ্যে বেশ কয়েক দিন ধরেই পাল্টাপাল্টি বাক্য বিনিময় হচ্ছিল। সব শেষ গতকাল সংসদ সদস্য শামীম ওসমান ফুটপাতে হকার বসানোর ঘোষণা দেন। আর তা প্রতিরোধের ঘোষণা দেন মেয়র আইভী। এরই জের ধরে আজকের এই সংঘর্ষ হয়।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ১৬, ২০১৮ ৫:৪৪ অপরাহ্ণ