২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৪৭

ইসরাইলি বিনিয়োগে টানতে মরিয়া মোদি

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিপ্লবী নেতা আখ্যায়িত করে ভারতের পক্ষ থেকে প্রতিরক্ষা বিভাগে ইসরাইলের বিনিয়োগ প্রস্তাব বিবেচনার ঘোষণা দিয়েছেন। ৬ দিনের ভারত সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের প্রধানমন্ত্রী সন্ত্রাসের ঝুঁকি মোকাবেলায় চিন্তা বিনিময় করেন এবং আগামী মাসে হোমল্যান্ড ও পাবলিক সিকিউরিটি বিষয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠানে একমত হন। খবর: বিবিসি, এনডিটিভি, ডনের।

সেখানে দু’দেশের মধ্যে সাইবার নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে সহযোগিতা বৃদ্ধির উদ্দেশে ৯টি চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকে জাতিসংঘে জেরুজালেম ইস্যুতে ভারতের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে ভোট প্রদান বিষয়েও কথা হয়। এ ব্যাপারে ভারতীয় কর্তাদের বক্তব্য ছিল, আমরা উভয়পক্ষ নিজ নিজ চিন্তা সামনে এগিয়ে নেব। উভয় নেতা একমত হন যে সম্পর্ক শুধু এক ইস্যুতে সীমাবদ্ধ থাকবে না।

নরেন্দ্র মোদি এ বিষয়ে উভয় দেশের মধ্যকার আলাপ-আলোচনাকে ব্যাপক ও পূর্ণাঙ্গ আখ্যা দিয়ে জানান, উভয় তরফে সম্পর্ক এগিয়ে নেওবার লক্ষ্যে নথি তৈরি হচ্ছে। উভয় দেশ সুযোগ ও সম্ভাবনা বৃদ্ধি বিষয়েও একমত হয়েছে। তিনি বলেন, ‘আমরা এমন বিভাগগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়াব, যা আমাদের জনগণের জীবনের সঙ্গে জড়িত। সেগুলো মূলত কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, নিরাপত্তা ও প্রতিরক্ষা বিভাগ।’

ভারতীয় প্রধানমন্ত্রী ইসরাইলি কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, তারা এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগের সুযোগ গ্রহণ করুক এবং ভারতে আমাদের কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্ব আরো বৃদ্ধি করুক। সাক্ষাতে ইসরাইলি প্রধানমন্দ্রী নরেন্দ্র মোদিকে বিপ্লবী নেতা আখ্যায়িত করে বলেন, আপনি একজন বিপ্লবী নেতা, আপনি ভারতকে বিপ্লবী বানাচ্ছেন। আপনি নিজের দেশকে ভবিষ্যতে এক প্রভাবশালী রাষ্ট্র বানাতে চেষ্টা করছেন। ভারত-ইসরাইল সম্পর্কে আপনি বিপ্লব ঘটিয়ে দিয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৬, ২০১৮ ৪:৩২ অপরাহ্ণ