আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের মধ্যাঞ্চলীয় উপকূল জলসীমায় আবারও একটি নৌকা ভেসে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভাঙ্গা ঐ নৌকা থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এটি উত্তর কোরিয়ার নৌকা বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার এ ব্যাপারে সিনিয়র পুলিশ কর্মকর্তা হিরোশি অ্যাবে বলেন, গত সপ্তাহ জাপানের মধ্যাঞ্চলীয় কানাজাওয়ায় ভেসে আসা ওই নৌকার ভিতর থেকে কোস্টগার্ড সদস্যরা সাতজনের লাশ উদ্ধার করে। এ নৌকার প্রায় ১৫ মিটার দূর থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, লাশগুলো পঁচা শুরু করায় এগুলো চিহ্নিত করা কঠিন হচ্ছে। লাশটি পঁচে গিয়েছিল।
এদিকে জাপান কোস্টগার্ডের পক্ষ থেকে জানা গেছে, গত বছর রেকর্ড সংখ্যক উত্তর কোরিয়ার মাছ ধরা নৌকা জাপানের জলসীমায় ভেসে আসে। ২০১৬ সালে এ সংখ্যা ৬৬ হলেও গত বছর এ সংখ্যা ছিল ১০৪।
দৈনিকদেশজনতা/ আই সি