দৈনিক দেশ জনতা, ঢাকা (২২ মে, ):
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চায় না বলে নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে। সোমবার বেলা আড়াইটায় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এ বিষয়ে একটি চিঠি পৌঁছে দেয়।
উল্লেখ্য, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইতোমধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে। এবার বিএনপি এর বিপক্ষে অবস্থান নিলো।
এতদিন বিভিন্ন সভা-সমাবেশে বক্তৃতা-বিবৃতির মাধ্যমে বিএনপি নেতারা ইভিএম পদ্ধতির বিরোধিতা করে আসছিলেন। নির্বাচন কমিশনে চিঠি দিয়ে ইভিএম ইস্যুতে বিএনপি তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানালো।
ইভিএম ইস্যুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন পর্যবেক্ষক মহল।
বিএনপির প্রতিনিধি দলে আরো ছিলেন,সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি নেতা ক্যাপ্টেন সুজাউদ্দিন আহমেদ।
দৈনিক দেশজনতা/এন আর/এমকেএম