আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারতীয় দূতাবাসের ভেতরে রকেট হামলা হয়েছে। এতে দূতাবাসের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দূতাবাসের কর্মীরা নিরাপদে রয়েছেন। স্থানীয় সময় সোমবার এ হামলার ঘটনা ঘটে বলে এক টুইটে জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
তিনি বলেন, কাবুল দূতাবাসের চ্যান্সারি কম্পাউন্ডে একটি রকেট আঘাত হেনেছে। এতে কেউ হতাহত হয়নি। ভারতীয় কূটনীতিক ও দূতাবাসকর্মীরা সবাই নিরাপদ আছেন। এর আগেও বেশ কয়েকবার কাবুলে ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। ২০০৮ সালে একটি গাড়ি বোমা বিস্ফোরণে দূতাবাসের দুই কর্মকর্তা, দুই নিরাপত্তাকর্মী এবং এক আফগান গাড়িচালক নিহত হয়েছিলেন।
দৈনিকদেশজনতা/ আই সি