১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫০

কুমিল্লায় উ. জেলা বিএনপি সভাপতির ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. খোরশেদ আলম (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি দীর্ঘদিন যাবৎ লিভার, কিডনি, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অনেক আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

খোরশেদ আলমের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর পেয়ে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন মরহুমের চান্দিনা উপজেলা সদরের বাসভবনে ভিড় জমায়। ঢাকা থেকে মরদেহ চান্দিনায় আনার পর পরবর্তীতে জানাজা ও দাফনের বিষয়টি চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

এদিকে বিএনপি নেতা আলহাজ খোরশেদ আলমের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৬, ২০১৮ ১:৫১ অপরাহ্ণ