১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম আলতাফ হোসেন (৫২)। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের অদূরে নগরীর রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে নিয়ে গেছে। নিহত আলতাফ নগরীর ঘোড়ামারা এলাকার মীর সেকেন্দার আলীর ছেলে। তিনি পশ্চিমাঞ্চল রেলওয়ের হিসাব শাখার অডিটর হিসেবে কর্মরত ছিলেন।

রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দপ্তরের পাশেই রেললাইন পারা হচ্ছিলেন আলতাফ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢুকছিল। এই ট্রেনটির নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের কর্মীরা তার লাশ উদ্ধার করেন।

জানতে চাইলে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বলেন, ময়নাতদন্ত শেষে নগরীর রাজপাড়া থানা পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১৬, ২০১৮ ১:১২ অপরাহ্ণ