১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৯

দিনাজপুরে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে আহত ১৫ যাত্রী

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের কাহারোল উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১৫ যাত্রী আহত হয়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার বটতলা পীরের মাজার সংলগ্ন এলাকায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ খবর নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নরেন চন্দ্র রায়। এ সম্পর্কে তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ ও স্থানীয়রা।

প্রকাশ :জানুয়ারি ১৬, ২০১৮ ১১:২৯ পূর্বাহ্ণ