নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকেই ১৪ দল সমর্থন দেবে বলে জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে সোমবার ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগ যাকেই মনোনয়ন দেবে, ১৪ দল তাকেই সমর্থন দেবে। ১৪ দল ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করবে বলেও জানান এই আওয়ামী লীগ নেতা।
তিনি বলেন, আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এ নিয়ে চক্রান্ত হলে তা মোকাবিলার জন্য ১৪ দল প্রস্তুত আছে।
মন্ত্রী বলেন, জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে সবকিছু স্পষ্ট করা হয়েছে। সংসদ ভাঙার যে দাবি বিএনপি করছে, তা সংবিধানবিরোধী।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনি, বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত নন্দী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা /এন আর