নিজস্ব প্রতিবেদক:
ডিএনসিসি নির্বাচনে জামায়াত মনোনিত মেয়র প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, নগরবাসী আমাকে মেয়র নির্বাচিত করলে নগরীর সার্বিক উন্নয়নের সাথে সাথে শ্রমিকদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব। আজ সোমবার নগরীতে শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, মূলত শ্রমিকরাই জাতীয় উন্নয়নের মূল চালিকা শক্তি। বিশেষ করে তৈরি পোষাক খাত দেশীয় শ্রমিকরাই সচল রেখেছে। কিন্তু জাতীয় উন্নয়নের রূপকার শ্রমিক শ্রেণি বরাবরই উপেক্ষার শিকার হয়েছেন। তারা এখনও তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারিত হয়নি। বিশেষ করে যারা ঢাকা নগরীতে বসবাস করেন তাদের অবস্থা খুবই করুণ। তারা যে শ্রম দেন সে অনুসারে পারিশ্রমিক পান না। হাড়ভাঙ্গা পরিশ্রম করেও তাদেরকে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হয়। তাই শ্রমিকদের জীবন মান উন্নয়ন করতে তাদের নায্য অধিকার নিশ্চিত করা জরুরি।
তিনি আরো বলেন, মূলত ন্যায়-ইনসাফভিত্তিক শ্রমনীতি প্রতিষ্ঠিত না থাকায় শ্রমিকরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের যেমন ন্যুনতম মজুরির ব্যবস্থা নেই, ঠিক তেমনিভাবে তাদের জন্য মানসম্পন্ন আবাসেনর সুযোগও বেশ প্রকট। নারী শ্রমিকদের ক্ষেত্রে বৈষম্যের বিষয়টিও উপেক্ষা করার মত নয়। নগরবাসী তাকে নির্বাচিত করলে তিনি সব ট্রেডের শ্রমিকদের জন্য নায্য অধিকার নিশ্চিতকরণ, মানসম্পন্ন আবাসন, বৈষম্য দূর, সন্তানদের জন্য প্রয়োজনীয় শিক্ষার সুযোগ, আপৎকালীন সুদমুক্ত ঋণ সহ আর্থিক সাহায্য নিশ্চিত করে শ্রমিকদের জন্য আবাসনের সুব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।
আদাবর জনকল্যাণ সোসাইটি: রাজধানীর আদাবরে ‘আদাবর জনকল্যাণ সোসাইটি’ আয়োজিত এক মতবিনিময় সভায় মিলিত হন মুহাম্মদ সেলিম উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন মাওলানা দেলাওয়ার হোসাইন, ডা. শফিউর রহমান, আব্দুল হান্নান, হাসানুজ্জামান ও নাসির হোসেন প্রমূখ।
দৈনিক দেশজনতা /এন আর