আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে দুটি পৃথক বিমান হামলায় অন্তত ৩২ জঙ্গি নিহত হয়েছে। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
আফগান ন্যাশনাল আর্মি’র বিমান বাহিনী রবিবার তালেবান জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এতে ২৮ জঙ্গি নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় ফারাহ্ প্রদেশের খাকি সাফেদ জেলায় এ অভিযান চালানো হয়। নিহতদের মধ্যে সরদার আশকোন বিকওয়াহি রয়েছেন। তিনি ফারাহ্ তালেবান ছায়া সরকারের উপ-প্রধান ছিলেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এছাড়াও এই অভিযানে তালেবানের দুই বিভাগীয় কমান্ডার আব্দুল শুকুর ও আওয়াজ গুলিস্তানিও নিহত হয়েছেন।
রবিবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের নাহরি সরজ জেলায় পৃথক বিমান হামলায় চার তালেবান জঙ্গি প্রাণ হারিয়েছে। এই অভিযানে জঙ্গিদের ছয়টি মোটরসাইকেল ও তিনটি যানবাহন এবং বিপুল অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে। এএফপি।
দৈনিক দেশজনতা /এন আর