২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:২১

সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে অক্টোবরে : সিইসি

নিজস্ব প্রতিবেদক:

অক্টোবর মাস থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই নির্বাচনে সব দল অংশ নেবে বলেও আশা প্রকাশ করে তিনি। আগামী সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহারের কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন সিইসি।

নুরুল হুদা আরও বলেন, প্রশাসনিক জটিলতা, নদী ভাঙনসহ বিভিন্ন কারণে কিছু আসন পুনর্বিন্যাসের কাজ চলছে। তবে, এতে সব আসনে প্রভাব পড়বে না। এ সময় বিএনপি প্রস্তাবিত নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে নির্বাচন কমিশন কী ভাবছে জানতে চাইলে তিনি বলেন, এটা রাজনৈতিক বিষয়। সরকারই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সিইসি পরে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৫, ২০১৮ ১:০৯ অপরাহ্ণ