আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিম উপকূলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। শনিবার মুম্বাই থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। জুহু বিমানবন্দরের ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে আরব সাগরে এ দুর্ঘটনা ঘটে। তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের ডাউফিন এএস ৩৬৫ এন থ্রি মডেলের বাহনটিতে এর উর্ধ্বতন কর্মকর্তারা ভ্রমণ করছিলেন। এতে দুই জন পাইলট ও পাঁচ জন কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।
ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ছয়জনের মৃতদেহ উদ্ধারে সক্ষম হয়েছে নেভি ও কোস্ট গার্ড। তাদের সবার সাথে লাইফ জ্যাকেট সহকারে পাওয়া যায়। সাথে থাকা পরিচয়পত্রে তাদেরকে শণাক্ত করা গেছে। শনিবার চারজনের পর গত কাল আরও দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো একজন নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন ভারতের বেসামরিক বিমানমন্ত্রী। সূত্রঃ হিন্দুস্তান টাইমস
দৈনিকদেশজনতা/ আই সি