১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

জয় দিয়ে বছর শুরু করতে চায়: মাশরাফি

স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজে জয়ের লক্ষকে সামনে রেখেই নতুন বছর শুরু করতে চায় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ দলের কোচ কাম ‘টেকনিক্যাল ডিরেক্টর’ খালেদ মাহমুদ সুজন ক্রিকেটারদের সঙ্গে সুর মিলিয়ে একই কথা বলেন। আজ সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। প্রথম ওয়ানডে শুরু হবে দুপুর ১২টায়। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে দলের লক্ষ্য নিয়ে কথা বলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
জিম্বাবুয়ের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বলেন, ওয়েদার কেমন হবে তা দেখে নিতে হবে। অবশ্যই একটু বেশি কুয়াশা থাকছে। তো ক্যাচিংয়ে একটু সমস্যা হতে পারে। অবশ্য এই চিন্তা মাথায় রেখে আমরা অনুশীলনও করেছি। শেষ কয়েকদিন ধরে আন্ডারলাইটেও প্র্যাকটিস করেছি। আশা করি কিছুটা হলেও সবাই ধারণা পেয়েছে কেমন হবে। সন্ধ্যার পর শিশির পড়া এবং কুয়াশায় আচ্ছন্ন হওয়ার আশঙ্কা থেকেই প্রশ্ন উঠে টস জিতলে আগে ব্যাটিং না বোলিং নেয়া হবে। তবে এটা নিয়ে অধিনায়ক নিজেই দুশ্চিন্তায় রয়েছেন।
এ ব্যাপারে মাশরাফি বলেন, আসলে আমরাও ডাউটে আছি। ব্যাটিং করলে ভালো হবে নাকি বোলিং করলে ভালো হবে। এটা কুয়াশার ওপর নির্ভর করছে। হোম অব ক্রিকেটে খেলা হলে প্রতিটি দলের ওপরই প্রত্যাশার বাড়তি চাপ থাকে। তবে মাশরাফি অবশ্য বলছেন চাপ থাকলে ভালো খেলা সম্ভব হয়, প্রত্যাশা অবশ্যই সবার যা আমাদেরও তা। আমরা অবশ্যই জিততে চাই এবং ভালোভাবে জিততে চাই। আপনি যার বিপক্ষেই খেলেন না কেন চাপ থাকবেই। প্রেসার থাকলেই সেরা পারফরম্যান্সটা বের হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৫, ২০১৮ ১১:১১ পূর্বাহ্ণ