২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৫৭

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

আন্তর্জাতিক ডেস্ক:

রবিবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল লাতিন আমেরিকার দেশ পেরু৷ রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৭.৩৷ কম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করেছে সরকার৷

তবে ভূমিকম্পের কারণে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে প্রবল কম্পনের পর তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। নিরাপদ জায়গার খোঁজে রাস্তায় নেমে এসেছে বহু মানুষ।

জানা গেছে,স্থানীয় সময় রবিবার ভোর ৪.১৫ মিনিটে কেঁপে ওঠে পেরুর উপকূল৷ উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সকলকে৷ প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে জারি করা হয়েছে সতর্কতা৷ যেকোনও মুহূর্তে সুনামির সুবিশাল ঢেউ আছড়ে পড়তে পারে উপকূলে৷ ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে৷

পেরুর আকারি থেকে ৪২ কিলোমিটার দূরে একটি জায়গায় এই কম্পন অনুভূত হয়৷ কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার নীচে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৪, ২০১৮ ৮:১৮ অপরাহ্ণ