নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তার মতে, জঙ্গিবাদের ঘটনায় সারা বিশ্ব অস্থির থাকলেও বাংলাদেশ পুরোপুরি নিরাপদ। রবিবার সচিবালয়ে ‘ডিজিটাল এক্সেস কনট্রোল সিসটেম অ্যান্ড ওয়াচ টাওয়ার’ এর উদ্ধোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
‘আমাদের গোয়েন্দারা ভাল কাজ করছে’- এমন দাবি করে কামাল বলেন, ‘আমাদের দেশের মানুষ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ চায় না। যেখানেই জঙ্গিবাদ ও সন্ত্রসাবাদের বিষয়ে সন্দেহ করছে কিংবা কোন খবর পাচ্ছেন সঙ্গে সঙ্গে তারা আমাদের গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিচ্ছে। এজন্যই আমরা মনে করি সারাবিশ্ব যখন অনেক অস্থির সেই সময় আমাদের বাংলাদেশ অনেক বেশি শান্ত ও নিরাপদ।’
শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অল্প দূরত্বে সন্দেহভাজন একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে তিন জনকে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযান নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চান গণমাধ্যমকর্মীরা। সরকার প্রধানের কার্যালয়ের পাশেই জঙ্গি আস্তানা নিরাপত্তাহীনতার প্রতীক কি না- এমন প্রশ্ন ছিল একজন সাংবাদিকদের।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখুন পিএম কার্যালয়ের পাশ দিয়ে অহরহ মানুষ চলাফেরা করে সেখানে তারা যেতেই পারে। কিন্তু যাওয়ার সাথে সাথে ধরতে সক্ষম হয়েছি। আশে পাশের এলাকায় সাধারণের বাড়িঘর আছে। ফলে সেখানে না যেতে পারার কোন কারণ নেই।’ ‘সেখানে জঙ্গিরা মাত্র দুই একদিন আগেই গিয়েছে। আর যাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক আমরা তাদের ধরে ফেলিছি।’ মন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে জঙ্গি দমনে কাজ করছে। এজন্য আমরা পরিস্কার বলতে চাই দেশের আইনশৃঙ্খলা পুরোপুরি কন্ট্রোল রাখতে সক্ষম হয়েছি।’
এক নারীকে উঠিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠা পুলিশের ডিআইজি মিজানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি দেয়ার বিষয়ে প্রশ্ন করা হয় মন্ত্রীর কাছে। তিনি বলেন, ‘ডিআইজি মিজানের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে সাংবাদিকদের উনি হুমকি দিয়েছেন তাদের আমরা বলেছি তারা জিডি করতে পারেন। আর যদি কোনো থানা জিডি না নেয় তাহলে সেটা আমরা জানলাম, বিষয়টি দেখব।
দৈনিক দেশজনতা/এন এইচ