১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৫

অস্ত্র মামলায় গাংনীর মেয়রের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলামকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন মেহেরপুর একটি আদালত। রোববার দুপুরে মেহেরপুর সহকারী জজ আদালত ২-এর যুগ্ম জেলা জজ তাজুল ইসলাম গাংনী উপজেলা যুবলীগের এ আহ্বায়কের সাজার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আব্দুল মতিন, অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রুস্তুম আলী। উভয়েই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ২৭ মে আশরাফুর ইসলাম মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেনকে অস্ত্র উঁচিয়ে হুককি দেন। পরে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, তিনটি গুলি ও ম্যাগজিনসহ আশরাফুলকে গ্রেপ্তার এবং তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১৪, ২০১৮ ৩:২১ অপরাহ্ণ