১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৭

ঘন কুয়াশায় অভ্যন্তরীণ রুটের ১২ ফ্লাইট ঢাকা ছাড়তে পারেনি

নিজস্ব প্রতিবেদক:

ঘন কুয়াশার কারণে গত কয়েক দিনের ন্যায় আজও (রোববার) সকাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো বিমান উড্ডয়ন করতে পারেনি। সকাল ৭টা ৫০মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে মোট ১২টি ফ্লা্ইট ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এরমধ্যে সকাল ৯টার মধ্যে ছিল ৪টি ফ্লাইট।

বিমানবন্দর ফ্লাইট অপারেশন বিভাগ জানিযেছে, কুয়াশার কারণে এই ৪টি ফ্লাইটের একটিও উড্ডয়ন করতে পারেনি। এরমধ্যে রয়েছে বিমান, ইউএস-বাংলা, রিজেন্ট ও নভোএয়ারের ১টি করে ফ্লাইট। দুপুর ১২ টার মধ্যে সিডিউল ফ্লাইটগুলো যেতে পারে কিনা এ বিষয়ে বলা মুশকিল।

শাহজালালের ফ্লাইট অপারেশন শাখার কর্মকর্তা জাকির হোসেন জানান, ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ রুটে শিডিউল মতো ফ্লাইট যেতে পারছে না। সকাল ৭টা ৫০ মিনিট থেকে ফ্লাইট চলাচল শুরুর কথা থাকলেও কোনো ফ্লাইট উড্ডয়ন করেনি। কুয়াশার কারণে অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইটের যাত্রা রি-সিডিউল হয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জানুয়ারি ১৪, ২০১৮ ১১:৫৭ পূর্বাহ্ণ