১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:০৫

নওগাঁয় ১২০০ বোতল ফেনসিডিল উদ্ধার, মামলা

নওগাঁ প্রতিবেদক:

নওগাঁর নিয়ামতপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ১২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার রসুলপুর দীঘিপাড়া গ্রামের একটি পুকুর পাড় থেকে এগুলো উদ্ধার করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে থানা পুলিশ অভিযান পরিচালনা চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালিয়ে যায়। পরে মাদকদ্রব্যগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঘটনাস্থলে যারা সম্পৃক্ত ছিল তাদের চিহ্নিত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম গোপন রাখা হয়েছে। তবে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জানুয়ারি ১৪, ২০১৮ ১১:৪৬ পূর্বাহ্ণ