২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩১

রিয়ালের লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক:
সান্তিয়াগো বার্নাব্যুতে লজ্জার রেকর্ডের মুখোমুখিই হতে হলো রিয়াল মাদ্রিদকে। শনিবার রাতে ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হেরেছে জিনেদিন জিদানের শিষ্যরা। এর মাধ্যমে প্রথমবারের মতো বার্নাব্যুতে দলটির কাছে হারের লজ্জা পেতে হলো রিয়ালকে। লিগে এ পর্যন্ত চারটি ম্যাচে হারা রিয়াল ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে এক ম্যাচ বেশি খেলা ভিয়ারিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৮ ম্যাচে ৪৮।
এ নিয়ে লিগে টানা তিন ম্যাচ জয়শূন্য রইল রিয়াল। গত ২৩ ডিসেম্বর বার্সেলোনার কাছে ঘরের মাঠে ৩-০ গোলে হারের পর গত সপ্তাহে সেল্টা ভিগোর মাঠে ২-২ ড্র করে রিয়াল।
ম্যাচে রিয়াল অবশ্য অনেক সুযোগ তৈরি করেছে। ১৩ মিনিটেই বেলের গোল বাতিল হয় অফসাইডের ফাঁদে পড়ে। পাঁচ মিনিটের ব্যবধানে ডি বক্সের বাইরে থেকে নেওয়া মার্সেলোর শট ফিরিয়ে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক এসেনহো। ২২ মিনিটে রোনালদোর ফ্রিকিক লাগে ক্রসবারে। ৩২ মিনিটে পরিষ্কার পেনাল্টি পেয়েছিল রিয়াল। রেফারি ও লাইন্সম্যানের চোখ এড়ানোয় একাদিক পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে রিয়াল।
দ্বিতীয়ার্ধেও বারবার গোল বাঁচিয়ে দেন এসেনহো। ৮৭ মিনিটে বার্নাব্যুর মাঠকে স্তব্ধ করে দিয়ে বল জালে পাঠান পাবলো ফোরনালস। পাল্টা আক্রমণে চেরিশেভের ক্রসে উনালের শট এগিয়ে এসে ঠেকিয়ে দেন কেইলর নাভাস, কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল ডি-বক্সে ঠিক বাইরে পেয়ে চিপ শটে লক্ষ্যভেদ করেন স্পেনের মিডফিল্ডার ফোরনালস।
দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :জানুয়ারি ১৪, ২০১৮ ১০:৪৩ পূর্বাহ্ণ