আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের হাওয়াই প্রদেশে জনগণের মোবাইলে ব্যালিস্টিক মিসাইল আক্রমণের সতর্কবার্তা পাঠানো হয়েছে। স্থানীয় সময় শনিবার সতর্কবার্তাটি পাওয়ার পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিবিসি জানিয়েছে, ওই বার্তাটিতে লেখা ছিল, ‘হাওয়াই প্রদেশে ব্যালিস্টিক মিসাইল আক্রমনের শিকার হতে পারে। দ্রুত নিরাপদ আশ্রয়ে যান। এটা কোনো মহড়া নয়।’
কিন্তু শিফট পরিবর্তনের সময় ভুল বাটন চেপে ওই সতর্কবার্তাটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাওয়াইয়ের গভর্নর ডেভিড ইগ। বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে এর জন্যে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন হাওয়াইর গভর্নর। তবে মার্কিন প্রশাসন বলছে, তার এর পূর্ণ তদন্ত করবে।
জাতিসংঘের নিষেধাজ্ঞা উপক্ষো করে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে দেশটি ঘোষণা দিয়েছে, তাদের কাছে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম।
দৈনিক দেশজনতা /এন আর