২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:০৭

সরকার ইচ্ছা করলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে : পঙ্কজ ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক:

সরকার ইচ্ছা করলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের সংগঠক ঐক্য ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। তিনি বলেন, ‘শ্রমিকের ঘামের বিনিময়ে দেশে রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু আজও শ্রমিক তার ন্যায্য মজুরী পায় না। কঠিন পরিশ্রম করে শ্রমিকরা যে বেতন-ভাতা পায় তা দিয়ে অনেক কষ্টে তাদের জীবন কাটে।’

শনিবার বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে ঐক্য ন্যাপ জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে ঐক্য ন্যাপ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোনায়েম নেহেরু, কেন্দ্রীয় শ্রমিক নেতা হারুনার রশিদ, জেলা ঐক্য ন্যাপ নেতা মোজাম্মেল হক, শওকত হোসেন, এ্যাড. সুরেশ চন্দ্র বর্মনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে গৌর গোপাল সাহা সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট ঐক্য ন্যাপ লালমনিরহাট জেলা কমিটি গঠন করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৩, ২০১৮ ৯:০৬ অপরাহ্ণ