ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিটি সংস্করণই আগেরটার চেয়ে বড় হয়ে উঠছে। চলতি মাসের ২৭ ও ২৮ জানুয়ারি হবে এবারের আইপিএল নিলাম। শুক্রবার শেষ হয়েছে ক্রিকেটারদের রেজিস্ট্রেশন পর্ব। এবার ১১২২ জন ক্রিকেটারকে তোলা হবে নিলামে। যা আগের সব আসরের চেয়ে বেশি।
নিলামে উঠতে যাওয়াদের মধ্যে ২৮১ জন বিভিন্ন দেশের জাতীয় দলে খেলা ক্রিকেটার। ৮৩৮ জন আনক্যাপড। আনক্যাপড খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ অধিনায়ক পৃথ্বী সাউ, বরোদা অধিনায়ক দীপক হুডা, ক্রুনাল পাণ্ডিয়া, বাসিল থাম্পিরা।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যুবরাজ সিং, গৌতম গম্ভীর, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানে, কুলদীপ যাদব, লোকেশ রাহুল, মুরালি বিজয়, হরভজন সিংয়ের ভাগ্য নির্ধারণ হবে নিলামে। একই ভাগ্যের অপেক্ষায় থাকছেন ৭৭৮ জন ভারতীয় ক্রিকেটার। এছাড়া তিনজন ক্রিকেটার আছেন আইসিসির সহযোগী দেশের।
বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য ক্রিস গেইল, বেন স্টোকসরা রয়েছেন। নতুনদের মধ্যে জো রুট। ইংলিশ অধিনায়ক এবারই প্রথম আইপিএল খেলবেন। এছাড়াও মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, শেন ওয়াটসন, মিচেল জনসন, ডোয়াইন ব্রাভোরা উঠবেন নিলামে। সাউথ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে ডু’প্লেসিস, আমলা, ডেভিড মিলার, কাগিসো রাবাদারা।
নিলামে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি থাকছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার, ৫৮ জন। এরপরই সাউথ আফ্রিকা, ৫৭ জন। সমান ৩৯ জন করে ক্রিকেটার থাকছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা থেকে। ৩০ জনের বহর নিয়ে পরের স্থানটা নিউজিল্যান্ডের। ইংল্যান্ডের ২৬ জন, বাংলাদেশের ৮ জন থাকলেও আফগানিস্তান থেকে নিলামে উঠবেন ১৩ জন ক্রিকেটার। জিম্বাবুয়ে থেকে থাকছেন ৭ ক্রিকেটার। এছাড়া আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ২ জন করে এবং স্কটল্যান্ড থেকে একজন ক্রিকেটার এবার নিলামে উঠবেন।
আইপিএলের একাদশতম আসরের নিলামে নাম ওঠাতে আগ্রহী বাংলাদেশের আট ক্রিকেটার। ইতিমধ্যে তাদের নাম ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠিয়েছে বিসিবি। আইপিএলে নিয়মিত হওয়া সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে আগ্রহীর তালিকায় থাকা বাকি ছয় জন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন কুমার দাস ও আবুল হাসান রাজু।
দৈনিক দেশজনতা /এন আর